রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া গ্রামে নিজ বাসার সামনে থেকে একটি মোটরসাইকেল উধাও হয়ে গেছে।
আজ রবিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।মোটরসাইকেলর মালিক কবির হোসেন রাজীবপুর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক এবং ঠিকাদারি পেশায় যুক্ত।
উধাও হয়ে যাওয়া মোটরসাইকেলটি হিরো স্প্লেন্ডার প্লাস মডেলের ১০০ সিসির।গাড়িটির রং কালো ও বাদামী ।
কবিরব হোসেনের জানান, দুপুরের দিকে বাইরে থেকে এসে বাইকটি বাড়ির সামনে রেখেই তারাহুরো করে বাড়িতে প্রবেশ করেন শীতের পোশাক নেওয়ার জন্য। তারাহুরো করার কারনে গাড়ির র্স্টাট বন্ধ করেলেও চাবি নিতে ভুলে যান তিনি।
প্রায় ১০ মিনিট পর শীতের পোশাক নিয়ে বাড়ির বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই।পরে আশেপাশের প্রতিবেশী ও রাস্তার পথচারীদের জিজ্ঞাসা করলেও কেউ গাড়ি নিয়ে যেতে দেখেনি বলেও জানান তিনি।
মোটরসাইকেলটি হারিয়ে যাওয়ার বিষয়ে রাজীবপুর থানায় একটি জিডি করা হবে বলে জানিয়েছেন কবির হোসেন।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নবিউল হাসান জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।