রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ কর্তৃক গত ২৯ অক্টোবর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ২৩.৫৫ ঘটিকার সময় উলিপুর থানার একটি চৌকস টিম উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি মোঃ আব্দুর রহমান এর বসতবাড়ির গোয়াল ঘর সংলগ্ন পকেট রুমের ভিতর তল্লাশি করে ২৮০ পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে । অভিযান পরিচালনার সময় উলিপুর থানা পুলিশের এসআই মিজান, এসআই আজিজুল হাকিম, এস আই রুহুল আমিন সার্বিক সহযোগিতা করেন ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।