রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।
“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি”
প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ আগষ্ট) শনিবার দুপুর ২টার দিকে রাজীবপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে, অতিরিক্ত দায়িত্বে রাজীবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভার শুরুতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরমালিনের ব্যবহার রোধ করার বিষয়ে নানা দিক তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা। এবং মাছের উৎপাদন ও জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, রাজীবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক সহিজল ইসলাম সজল, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম তারা, নুরুল আমিন, লুৎফর রহমান, মতিউর রহমান প্রমুখ।