রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি হত্যাকান্ডের প্রতিবাদে রাজীবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। এসময় বক্তাগণ অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
শনিবার (১৬ ই জুলাই ) বেলা ১২টার দিকে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজীবপুর বাজারের পাঁচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয় । এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে রাজীবপুর উপজেলা যুবদলের নেতা কর্মীরা ।
উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখনের সভাপতিত্বে বদিউজ্জামান হত্যাকান্ডের প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় রাজীবপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামীলীগ দেশে টার্গেট কিলিং মিশন চালাচ্ছে। তারা এতোদিন দুর্নীতি, লুটপাট, গুমে লিপ্ত থাকার পর এখন টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার দাবী করেন।
প্রসঙ্গত, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি গত মঙ্গলবার (১২ জুলাই) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়।