রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
দলীয় গতিশীলতা যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বিকশিত করার লক্ষে রাজীবপুর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।
রবিবার (১৫ মে) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজীবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটিতে মোজাম্মেল হক’কে আহ্বায়ক এবং মোস্তফা কামাল বিএসসি’কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে ৯ জনকে এবং সদস্য করা হয়েছে ২০ জনকে।
আহ্বায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নের কর্মীসভা করে জনপ্রিয় দক্ষ এবং ব্যাক্তিত্ব সম্পন্ন সদস্যদের নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া এই নির্দেশনা দেন।
নতুন কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, কেন্দ্রীয় কমিটির দেওয়া দায়িত্ব যথাযথ ভাবে পালন করা হবে।দলের জন্য নিবেদিত প্রাণ নেতা কর্মীদের নিয়েই কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।