রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজ বাড়িতে বসেই চালান অফিসের ফাইল পত্রে সই স্বাক্ষর করেন। উপজেলা নির্বাচন কার্যালয়ে তাঁকে পাওয়া যায় না। দরজায় উপরিভাগে শুধু যায় আঁখি সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আর মাঝ দরজায় একটি তালা ঝুলছে। দেখে মনে হয় ঝুলন্ত তালার ভিতর অংশে মরিচা পড়ে জং ধরে গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার মাসের ত্রিশ দিনের মধ্যে একদিনও অফিস করেন না। অফিসের লোকজন প্রায় ১৪ কিঃমিঃ রাস্তা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন কর্মকর্তার বাড়িতে গিয়ে কাগজ পত্রে সই স্বাক্ষর করে আনতে হয়। উপজেলা নির্বাচন চলাকালিন সময়ে মাত্র ৩-৪ দিন তাঁকে অফিসে দেখা যায়। এছাড়া তার পীরগঞ্জের বাড়িতে বসে থাকে। আর কোন ছুটি ছাড়াই তাঁর এমন বেপরোয়া চলাফেরা।
ধর্মগড় চেকপোষ্টের আবেদ আলী সহ অনেক ভুক্তভোগী জানান, আমরা কাজের জন্য অফিসে এলে সময় মত কাজ করে নিতে পারিনা। অফিসার নাকি বাড়িতে থাকে। তার বাড়ি গিয়ে কাগজে সই করে আনার পরে আমরা পাব। এমন নানা অভিযোগ ভুক্তভোগীদের মুখে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমিতো অফিসে যাই। তাছাড়া অফিসের কাজ কাম নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় এ জন্য ঠিকমত অফিসে বসতে পারিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *