রাণীশংকৈল (সংবাদদাতা) ঠাকুরগাও ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকালে মা সমাবেশ ও ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী প্রধান অতিথি ছিলেন। গেষ্ট অব অনার ছিলেন ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক আঃ হামিদ, স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ। মা সমাবেশ শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের ফল প্রকাশ করা হয়। স্কুলের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শতভাগ পাশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার।