রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ধুলঝাড়ি গ্রামের বুলু মিয়ার স্কুল পড়–য়া ৭ম শ্রেণীর ছাত্রী শান্তা আক্তার ১৭ জুন অপহরণের শিকার হয়। এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে ২১ জুন রাণীশংকৈল থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং ২৩। একই গ্রামের সয়রত আলীর ছেলে নুর আলম (২০), মজিবরের ছেলে হাবিবুর(২৮), তফিজউদ্দীনের ছেলে হামিদুর রহমান (২৮), আব্দুল লতিফের ছেলে সাদিকুল (২৬), আফিলের ছেলে মানিকুল (২৭), আহম্মদ আলীর ছেলে মুনসুর(২০) সহ অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়।
শান্তা আক্তারের স্বীকারোক্তীমতে, অপহরণের সময় রাত ১০ টার দিক নুর আলম কয়েক জন লোক নিয়ে পিছন থেকে আমার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। হাবিবুরের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে অজ্ঞান করার পর আমি আর কিছু বলতে পারছিনা। অপহৃতার স্বীকারোক্তীমতে আফাজউদ্দিন আফাজ ও আইনুল মেম্বার অপহরণকারিদের সাথে জড়িত আছে। তাদের ইন্দনে তাকে অপহরণ করা হয়েছে।
থানা সুত্রমতে, অপহৃত শান্তাকে ঢাকার হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল আলম জানান, অপহরণের সাথে যারা জড়িত আছে তাদের কেউ রেহাই পাবেনা। আইনের আওতায় তাদের আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *