রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল চুরি নিয়ে পুলিশ ও শাসকদলের নেতাদের মুখোমুখি অবস্থানের মধ্যেও মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক মোটরসাইকেলটি হাসপাতাল চত্বরে রেখে প্রয়োজনীয় কাজে প্রধান সহকারীর কক্ষে যান। কিছু সময় পরে ফিরে হয়ে মোটরসাইকেলটি না পেয়ে থানায় একটি লিখিত এজাহার করেন। উল্লেখ্য গত শুক্রবার রাতে উপজেলা আ’লীগের সভাপতি মোঃ সইদুল হকের বাসভবন থেকে মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেল উদ্ধার করতে না পারায় স্থাণীয় আ’লীগ নেতা-কর্মীরা উদ্ধারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।