রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
“পুলিশের সঙ্গে কাজ করি,মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে থানা চত্তরে আগত অতিথিদের দিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । এর পর থানা থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে অফিসার ইনর্চাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলী, সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা জাহান লিটা,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, অফিসার ইনর্চাজ (তদন্ত) খায়রুল আনাম ডনসহ ইউনিয়ন চেয়ারম্যান রাজনৈতিক নেতা সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।