রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ২৫মার্চ বিকালে নয়ানপুর নামক স্থানে কৃষাণ-কৃষাণীদের উপস্থিতিতে গমের মানসম্পন্ন বীজ উৎপাদনের কলাকৌশল প্রদর্শণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাওয়ের উপ-পরিচালক মোঃ আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আবু জামান সরকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গম গবেষণা কেন্দ্র দিনাজপুর, ড. মোহাম্মদ সিদ্দিকল নবী মন্ডল বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক ড. আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, কৃষক আহসান হাবিব, উপ-সহকারী আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাহফুজা বেগম পুতুল। বক্তারা বলেন, অন্যান্য গমের তুলনায় বারি-২৮ জাতের গম চাষ করে অধিক ফলন পাওয়া যায়। এই জাতের গম চাষ করে প্রতি ১০০ শতাংশ জমিতে ৬২ মনের অধিক গম পাওয়া গেছে। বারি-২৮ জাতের গম চাষে মানসম্পন্ন বীজ উৎপাদনের কলাকৌশল প্রদর্শন শীর্ষক মাঠ দিবসে গম চাষীদের মাঝে ব্যাপক সাড়া জেগেছে।