বিজয় রায় ,রাণীশংকৈল প্রতিনিধি
“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগামের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।৭ আগস্ট বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ ঘন্টাব্যাপী পরিছন্নতা অভিযানে অংশগ্রহন করেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, সাংবাদিকবৃন্দসহ অনেকে। অপরদিকে রাণীশংকৈল পৌরসভার আয়োজনে উপস্থিত থেকে এ পরিষ্কার পরিছন্নতা অভিযানে অংশগ্রহন করেন রাণীশংকৈল পৌরসভার পৌরমেয়র আলমগীর সরকার, কাউন্সিলরবৃন্দ,পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী সহ সকল শ্রেণি পেশার মানুষ।