রাণীশংকৈল প্রতিনিধি ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের সদস্য আজাদ আলী (২৮) ৯ই জুলাই একজন মমুর্ষ রোগীর জন্য রক্ত দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন সন্ধ্যারই গ্রামের মমতাজ বেগম (৬০) রক্ত শুণ্যতায় ভুগছিলেন। এ ব্যাপারে নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সইদুল হকের সাথে যোগাযোগ করা হয়। উক্ত সংগঠনের সদস্য আজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সম্পূর্ণ বিনামুল্যে রক্ত দেন। এছাড়াও একই ক্লাবের সদস্য মোঃ রুবেল গত ৭ই জুলাই মমতাজ বেগমকে রক্ত দেন।
সেবাই যেন ধর্ম, রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করলেন নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের সদস্য আজাদ।
সংগঠনটি ২০১৭ সালে রক্ত দান কর্মসূচীর মধ্য দিয়ে যাত্রা শুরু করে। গত বছর প্রায় ২৫০ জন রোগীকে রক্ত দান করেন। চলতি বছর এ পর্যন্ত ২১৬ জন রোগীকে রক্ত দান করা হয় বলে সংগঠনের সভাপতি মোঃ সইদুল হক জানান।