রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে রাহবা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের অফিস উদ্বোধন করলেন পৌর মেয়র আলমগীর সরকার। ৯ই সেপ্টেম্বর সকালে কার্যালয়টি উদ্বোধনের সময় পৌর মেয়র বলেন, মুক্তিযোদ্ধা সেনা ও সদস্যরা এ দেশের একটি গুরুত্বপুর্ণ অংশ। এসব দেশ সেবকদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না। যারা ষড়যন্ত্র করে তারা যেই হোক এরা দেশের শত্রু। এদের প্রতিহত করতে হবে।
এ সময় রাহবা সংস্থার সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আলহাজ মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবু সুফিয়ান, সাবেক সেনা সদস্য হবিবুর রহমান সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর একজন অবৈধ দখলকারী কার্যালয়ের সাইনবোর্ডটি ভেঙ্গে নিজ দখলে নেয়। পৌর মেয়র আলমগীর সরকার বিষয়টি অবগত হয়ে অবৈধ দখলকারীদের কাছ থেকে রাহবা সংস্থার দখলে এনে কার্যালয়ে সাইনবোর্ড লাগান।
জেলার রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক সেনা সদস্যদের নিয়ে সংগঠনটি আত্ম প্রকাশ পায় ২০০৪ সালে। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। যাহার রেজিষ্ট্রেশন নং ঠাক/২২০/২০০৪। চাঁদনী রোড, পাঁচ পীর কবস্থান সংলগ্নে জেএল নং ৮৯, খাসখতিয়ান নং ০১ এর ১২০৩ দাগের .০৫শতাংশ জমির উপর কার্যালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের জন্ম লগ্ন থেকেই সংস্থার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে এখানে।