রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ
রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল গোবিন্দ মন্দিরে সকালে মন্দির ভিত্তিক স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ৩০১ সাংসদ সেলিনা জাহান লিটা। পরে রাণীশংকৈল ডাক বাংলো হলরুমে উপজেলার মহিলা মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন, দেশের একটিও দরিদ্র মানুষ যেন শীতবস্ত্র থেকে বাদ না পড়ে তারই ধারাবাহিকতায় আজকের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হলো। আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা আ’লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট সমাজ সেবক সেফালী বেগম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আনিশুর রহমান বাকি প্রমুখ।