রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কাতিহার হাটে মাটি ভরাটের কাজে ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান’র নামে পুকুর চুরি করেছে অফিস সুপার রফিকুল আলম । হাটের কিছু অংশে বিক্রয় পণ্য নিয়ে বসতে হাটুরেদের অসুবিধা থাকায় এ কর্মসূচী হাতে নেওয়া হয়। ইউনিয়ন পরিষদের অর্থে কাজের দায়িত্ব নেন ইউএনও। অফিস সুপার (ওএস) রফিকুল আলম তদারকির দায়িত্ব পালন করেন। উন্নয়নমূলক কাজের হিসেবে পুরোপুরি গন্ডগোল করা হয়েছে। বিশ্বস্থ সুত্রমতে, হাটে ৭৫ ট্রাক্টর গুড়ি রাবিস ফেলে হিসেব দেখানো হয়েছে ৯০ গাড়ি। প্রতি ট্রাক্টর গুড়ি রাবিসের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা যার প্রকৃত মূল্য ৫০০ টাকা। মাত্র ৩ জন শ্রমিক খাটানো হয়েছে মাটি সমতল করার কাজে সেখানে খরচ দেখানো হয়েছে ১০ হাজার টাকা। বাচোর ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ১ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। রফিকুল আলম তার নিজস্ব ভাটা এমএইচ ব্রিকস থেকে রাবিসগুলো সরবরাহ করে এ দুর্ণীতি করেছে। মোবাইল ফোনে আলাপ চারিতায় ওএস রফিকুল আলম বলেন, আপনাদের কি লিখার আছে লিখুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, আপনারা লিখে দেন কাজ খুব ভাল হয়েছে।