বিজয় রায় ঃ
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল রাজবাড়ি শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে ৪ই মে শুক্রবার বিকালে সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়। ধর্মসভার শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী। গেষ্ট অব অনার ছিলেন সংরক্ষিত ১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায়, বিষ্ণ বসাক, অমল কুমার রায়, প্রাণ গোবিন্দ সাহা প্রমুখ। মন্দির কমিটির সভাপতি ডা. কমলা কান্ত দাসাধিকারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃষ্ণ কথা আলোচনায় অংশ গ্রহণ করেন শ্রীমান পুষ্পশীলা ম্যামদাস ব্রম্মচারী, সুমুখ্য গৌরাঙ্গ দাস ব্রম্মচারী, হরিদাস ব্রক্ষচারী, সমদর্শী গীরীধারী দাসব্রক্ষচারী প্রমুখ।