রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গত ১১ সেপ্টেম্বর রাতে শাহাজান আলী (ভুলু) কে গ্রেফতার করেণ থানার এস আই ফজলুল করিম। উপজেলার পূর্ব বনগাও গ্রামের নেনকুয়ার পুত্র শাহাজান আলী (ভুলু) একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। মর্মে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে হাতকড়া পড়ালে মাদক সম্রাট শাহাজান আলী (ভুলু) পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া সহ পালিয়ে যায়। রাতের আঁধারে ঝাড় জঙ্গলের ভিতর দিয়ে সে পালিয়ে যায়। তাকে পূনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান চলাকালে হাতকড়াটি পরিত্যাক্ত অবস্থায় ওই এলাকায় জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।