রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশ গত ১৫ জুলাই পুকুর থেকে অজ্ঞাত নামা এক মহিলার লাশ উদ্ধার করেছে।
জানাযায়, উপজেলার কালুগাঁও গর্দান কাটা পুকুর থেকে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ৬৫ বছর বয়সী অজ্ঞাত নামা এক মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে যাহার মামলা নং ১৮।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু তালেব জানান, মহিলার সঠিক পরিচয় পাওয়া যায়নি তবে স্থানীয় লোকজন বলেছে কয়েকদিন ধরে বৃদ্ধ মহিলাটি পাগলের মতো ঘুরা ফেরা করছিল। শনিবার ময়না তদন্তের পর আসল রহস্য পাওয়া যাবে।