রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রানীশংকৈলে ৩০শে নভেম্বর ২০২২ বুধবার রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কার্যালয়ে সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রাহবা (রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী) প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতি শামশুদ্দীন ও সম্পাদক সাহজাহান আলী নির্বাচিত হয়।
সভাপতি পদে শামশুদ্দীন হাতি মার্কায় ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারুল হক ৪১ভোট পেয়েছেন ৷ সহ-সভাপতি পদে খতিবুর রহমান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি হবিবর রহমান ৪৯ ভোট পেয়েছেন৷ সাধারন সম্পাদক পদে শাহজাহান আলী গরুর গাড়ি মার্কায় ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷তার নিকটতম প্রতিদ্বন্দি আলহাজ্ব গোলাম মোস্তফা ৫৩ ভোট পেয়েছেন৷ সাংগঠনিক সম্পাদক পদে আমির হোসেন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷তার নিকটতম প্রতিদ্বন্দি ৪১ ভোট পেয়েছেন৷প্রচার সম্পাদক পদে শাহে ইমরান মানিক ৫৫ ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন৷তার নিকটতম প্রতিদ্বন্দি রেজাউল করিম ৫১ভোট পেয়েছেন৷ কষাধক্য পদে সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন৷দপ্তর সম্পাদক পদে আক্তারুজ্জামান দুলাল ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷তার নিকটতম প্রতিদ্বন্দি ইউনুস আলী ৪৪ভোট পেয়েছেন ৷
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দিন,আরিফ,লিটন মানিক, অবসরপ্রাপ্ত সৈনিক এজেড সুলতান আহাম্মেদ সৈনিক শাহজাহান,পুলিশ প্রশাসনের এস আই/পিযুষ,এ এস আই ও আনিস সার্বিক সহযোগিতা করেন৷