রাণীশংকৈল,( ঠাকুরগাও) সংবাদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গতকাল সোমবার দুদিন ব্যাপি স্বাস্থ্য কমপেক হলরুমে ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় মানব কল্যান পরিষদ এমকেপি এর আয়োজনে অংশগ্রহনমুলক পরিকল্পনা বিষয়ক এক প্রমিক্ষন অনুষ্ঠিত হয় । উক্ত প্রশিক্ষনের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিনসার্জন ডাঃ খায়রুল কবির বিশেষ অতিথি ছিলেন আর এম ও ডাঃ ফিরোজ আলম ,বাচোর ইউনিয় পরিষদ চেয়ারম্যান জীতেন্দ্র নাথ বর্মন মানব কল্যান পরিষদ এর সমন্বয়কারী সাদেকুল ইসলাম প্রকল্প সমন্বয়কারী রাশেদুল আলম এ্যাডভোকেমী অফিসার রওশন আরা বেগম প্রশিক্ষনে বাচোর ,হোসেনগাঁও ,ও লেহেম্বা ইউনিয়নের ৫টি সি এস ওদলের ২৫জন সদস্য অংশগ্রহন করেন এবং সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন ফিল্ড ক্যাফিলেটেটর শিরীন সুলতানা ও মনিরুজ্জামান ।