স্টাফ রিপোর্টাার
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের হস্তক্ষেপে রায়গঞ্জ ব্রীজে অতিরিক্ত মালামাল পরিবহন বন্ধ হয়েছে। জানাগেছে গত বুধবার রাতে সোনাহাট স্থল বন্দর থেকে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক পারাপারের সময় সড়ক ও জনপথ বিভাগের লোকজন বাধা প্রদান করলেও তাদের নির্দেশ অমান্য করে ট্রাক পারাপার করতে থাকে। পরে তারা ব্রীজটি বন্ধ করে দেয়ায় রাস্তার দুপাশে কিছু সংখ্যক ট্রাক আটকে পরে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা মাত্র  রাত  ১টার সময় ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী ঘটনাস্থলে গিয়ে সকল চালকদের সঙ্গে অতিরিক্ত মালামাল পরিবহনে রাস্তা ও সেতুর ক্ষতি নিয়ে মত বিনিময় করেন। বর্তমানে রায়গঞ্জ ব্রীজটির বিপদজনক অবস্থা বোঝানোর পরে চালকরা শান্ত হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর চালকরা অতিরিক্ত মালামাল ট্রাক থেকে নামিয়ে অপর পাড়ে আবার তুলে গন্তব্যে চলে যান। এ বিষয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী জানান,পুলিশ জনগনের বন্ধু । জনগনের সঙ্গে বন্ধু সুলভ আচরন করে অনেক উদ্ভুত পরিস্থিতি শান্ত করেছি। এর পর থেকে চালকরা আপাতত অতিরিক্ত মালামাল বোঝাই পরিবহন পারাপার করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *