মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলায় রূপসা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম সহ রূপসা উপজেলায় গত দুই দিনে মোট ১৪ জন করোনা পজেটিভ হয়েছেন বলে জানিয়েছেন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ দিকে গত ৬ জুন নমুনা পরীক্ষায় রূপসা উপজেলার নবাগত নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, উপজেলা সহ আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, রূপসা উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী গোলাম মাহমুদ, সার্টিফিকেট সহকারী রেজোয়ানুর রহমান, প্রসেস সার্ভার শ্যামা পদ সহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উক্ত বিষয়ে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী জানিয়েছেন যে, গত ৭ জুন সকালে ১৫ জন সাধারণ জনগন করোনা পরীক্ষার জন্য রূপসা হাসপাতালে আসে, এবং করোনার নমুনা পরীক্ষা করলে তাদের মধ্যে ৭ জনের করোনা আক্রান্ত হয়েছেন বলে নমুনা পরিক্ষায় দেখা যায়। এছাড়া গত ১০/১২ দিন পূর্বে রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আনিসুর রহমান করোনা হয়েছেন, এ নিয়ে এ পর্যন্ত রূপসা উপজেলায় ১৭ জন নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন রূপসায়। এ দিকে তারা নোভেল করোনায় আক্রান্ত হয়ে সকলে”ই তাঁদের নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধিন রয়েছেন। এ ছাড়া রূপসা উপজেলা সংলগ্ন কাজদিয়া গ্রামের এক ব্যাবসায়ী বলরাম সেন নামে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে হোম কোয়ারেনটাইনে আছেন। এ দিকে রূপসা উপজেলা পর্যায়ের কর্মকর্তা করোনা পজেটিভ হওয়ায় সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা করোনা আতঙ্কে ভুগছেন, আতংকিত খুলনার রূপসাবাসী।