রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আদালতের নিষেজ্ঞা উপেক্ষা করে ৮ শতক জমি অপদখল করে বিল্ডিং নির্মাণ করার অভিযোগ
পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে।
অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাইটকামারী গ্রামের ছোরমান আলীর ছেলে ঝোমর আলীগং সি এস ২৫৩ নং খতিয়ানের সিএস ৩৫৮২ দাগে ৪২ ও
সিএস ৩৬০৪ দাগে ৩৪ মোট ৭৬ শতক জমি ভোগ দখল করে আসিতে থাকাবস্থায় আর এস ৫৭৪ নং খতিয়ানে আরএস ছয়টি দাগে বাদী পক্ষের নামে রেকর্ড হয়। এর মধ্যে কিছু অংশ জমি ১ নং খাস খতিয়ানে গেলেও তা সরকারের স্বত্ব দখলে নেই।
গত ৬ জানুয়ারী বিবাদী সামছুল হক মোল্লাগং নির্মাণ সামগ্রী নিয়ে ওই জমিতে জোরপূর্বক বিল্ডিং ঘর নির্মাণ করার চেষ্টা করলে বাদী ঝোমর আলী বাধা দেয় এবং তারা কাজ বন্ধ করে স্থান ত্যাগ করে। পরবর্তিতে ৫ ফেব্রুয়ারী আবারো ঘর নির্মাণ কাজ শুরু
করেন। পরে ১৬ জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যার জিডি নং ১৮৫, তারিখ ৫/২/২১ ইং। অপর দিকে ঝোমর আলী বাদী হয়ে ৯ জনকে আসামী
করে বিজ্ঞ রৌমারী সহকারি জজ আদালত কুড়িগ্রামে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৫/২১ ইং। বিবাদী পক্ষ নালিশী জমিতে ঘর উঠাতে না পারে এবং কোন প্রকার
সহিংসতা যাতে না ঘটে সেই লক্ষ্যে পুলিশ অফিস কুড়িগ্রাম হতে পেনাল কোড আইনের ১৫৪ ধারা মোতাবেক সতর্কীকরন নোটিশ জারী করেন। যার পিটিশন নং ৮১,তারিখ ২৭/১/২১ ইং।
আদালতের এই নিষেজ্ঞা উপেক্ষা করে বিবাদী পক্ষের সামছুল হক মোল্লাগং একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় দলবদ্ধ হয়ে জোরপূর্বক ওই ৮শতক জমি অপদখল করে বিল্ডিং ঘর
নির্মাণ করিতেছেন পাশাপাশি দোকান ঘর নির্মাণের আগেই একটি কুচক্রিমহল ভাড়া দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এঘটনায় যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, আদালতের রায় উপেক্ষা করে
কোন ঘটনা ঘটাইলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।