রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমনের উপসর্গ নিয়ে রৌমারী উপজেলায় আলতাফ হোসেন(৫৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
আজ সোমবার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়। রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃমোমেনুল বলেন ওই পুলিশ সদস্য সকালে ভর্তি হয় আমরা চিকিৎসা দেওয়া শুরু করেছিলাম কিন্তু তাকে বাঁচাতো পারলাম না ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)দিলওয়ার হাসান ইনাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আলতাফ হোসেনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্র পুর গ্রামে।তার পিতার নাম লাল মিয়া। গত ১৮ মার্চ তিনি রৌমারী থানায় কনস্টেবল পদে যোগদান করেছিলেন।পরিবারে স্ত্রী সহ পাঁচজন কন্য সন্তান রয়েছে আলতাফ হোসেনের।
রৌমারী থানা সূত্রে জানা গেছে গত ২৮ জুলাই আলতাফ হোসেন করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেয়।কিন্তু এখনও রিপোর্ট পাওয়া যায় নি।সোমবার ভোরে শ্বাসকষ্ট দেখো দিলে সহকর্মীরা তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রৌমারী- রাজীবপুর সার্কেলের এএসপি মাহফুজ রহমান জানানা,পরিবারের সাথে কথা বলে মরহুমের দাফনের ব্যবস্থা করা হবে। গত ১০ জুন তারিখে জেলা পুলিশের এক পরিদর্শক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে।এ পর্যন্ত জেলায় মোট ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।