এ কে এম হাসানুজ্জামান – এশিয়ানবাংলা নিউজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬ নংচরশৌলমারী ইউনিয়নের চরশৌলমারী ডিগ্রী কলেজের চার তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্ভোধন করেন- বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন এমপি ।
শনিবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফিতা কেটে এ শুভ উদ্বোধন করেন তিনি। পরে মাওলানা আমিরের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, সারোয়ার রাব্বির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী , অধ্যক্ষ মোঃ ফরহাদ আলী, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুল রহমান দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগের চরশৌলমারী ইউনিয়ন শাখার সভাপতি বজলুর রহমান মঞ্জু, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, সুলতান মাহমুদ নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রাম।
এসময় চরশৌলমারী ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের রৌমারী উপজেলা সাধারণ সম্পাদক আবু হুরায়রা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত ডিগ্রিরচর বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশ্যে যান ।