রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রৌমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা হিসাবে রবি ফসল ২০২২-২৩ মৌসুমে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা হিসাবে সার বীজ দেয়া হচ্ছে। ১৪ নভেম্বর সোমবার উপজেলা কৃষি অফিসের সামনে বিনা মূল্যে এ সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলার প্রান্তিক প্রায় ৪ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ,ভুট্টা ,গম ,সরিষা ,বাদাম সহ বিভিন্ন জাতের বীজ।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভারঃ), উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী- কৃষি অফিসের উপসহকারি কৃষি অফিসার মাহি ছারওয়ার হোসেন সুমন,তুফায়েল হোসেন, আবুল হাসেম,আফছার আলী আঙ্গুরসহ অন্যান্য কর্মকর্তা কমচারী ও কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, আমাদের বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, প্রতিবছরেই যথাসময় ভূর্তকি হিসাবে কৃষকদেরকে সারবীজ দিয়ে সহযোগিতা করছেন।
এবং চলতি মৌসুমে ৪ হাজার কৃষক প্রণোদনার আওতায় এনে প্রণোদনা দেওয়া হচ্ছে। সামনে যথাসময়ে কৃষকদের মাঝে বোরোর বীজ দেয়া হবে।