রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম ৪ রাজীবপুর রৌমারী ও চিলমারী উপজেলার অষ্টীমেরচর এলাকায় গণ সংযোগ চালাচ্ছে।
আজ রবিবার রৌমারী উপজেলার বানছার চড়, টাপুরচর, বড়াইকান্দি এলাকায় গণ সংযোগ করেন চেয়ারম্যান শফিউল আলম।এসময় তার সাথে ছিলেন রাজীবপুর উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার,দাঁতভাঙ্গা আ’লীগ সভাপতি আমিনুল ইসলাম বিএসছি,বানছার চর আ’লীগ সভাপতি লাল সামাদ,সাধারণ সম্পাদক মোতালেব,টাপুরচড় আ’লীগ সভাপতি দবির উদ্দিন,সাধারণ সম্পাদক আঃ রহিম,বড়াই কান্দি আ’লীগ সভাপতি মোসলেম উদ্দিন,সাধারণ সম্পাদক নুরেু আলম,রৌমারী উপজেলাযুবলীগ সভাপতি হারুন অর রশীদ,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,রাজীবপুর উপজেলা যুবলীগ সভাপতি আজিবর রহমান,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সোহাগ রৌমারী ছাত্রলীগ সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক সালমান ফারসী প্রমুখ।
গণসংযোগ এর সময় পথসভা করা হয় সভায় আ’লীগ নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহন করে।এসময় শফিউল আলম নির্বাচিত হলে অবহেলিত রৌমারী ও রাজীবপুর উপজেলায় উন্নয়ন ও নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
বড়াইকান্দি এলাকার ভোটার আজমত আলী জানান শুনছি আলম চেয়ারম্যান লোক ভালা নমিনেশন পাইলে ভোট দিমু।
পথ সভায় আ’লীগ এর মনোনয়ন প্রত্যাশি রাজীবপুর উপজেলা পরিষদ য়োরম্যান শফিউল আলম বলেন আ’লীগ থেকে যদি মনোনয়ন পাই নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখব।রৌমারী ও রাজীবপুরের নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেব।