রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থায়ী সাংবাদিকবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ( ২৪ আগস্ট) বেলা ১১ টার সময় উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নিবার্হী অফিসার আল ইমরান, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, সহকারি কমিশনার ভুমি তানভির আহমেদ, ওসি তদন্ত এমআর সাঈদ, সাবরেজিষ্ট্রার কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার শাহাদত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সুপার ভাইজার আব্দুল্লাহ হেল কাফিসহ সকল দপ্তরের কর্মকর্তাগণ, বাংলাদেশ প্রেসক্লাবের রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সদস্য সচিব শাহাদত হোসেন, সাংবাদিক শাহ আব্দুল মোমেন, শওকত আলী মন্ডল, সাইফুল ইসলাম, মাসুদ পারভেজ রুবেল ও মিন্টু মিয়া প্রমূখ।