এ,কে,এম হাসানুজ্জামান – এশিয়ান বাংলা নিউজ রৌমারী
কুড়িগ্রামের রৌমারীতে গলায় ওরনা পেচিয়ে লাইলী খাতুন (৩২) নামে এক গৃহিণী আত্মহত্যা করেছেন। ০১জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। লাইলী খাতুন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উজান ঝগড়ার চর গ্রামের মতিউর রহমানের স্ত্রী।
প্রতিবেশীরা জানান – লাইলী খাতুন গত ১০ দিন আগে স্বামীর বাড়ি হতে দাঁতভাঙ্গা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন তার বাবা কৃষি কাজে জমিতে গেলে , কিছুক্ষণ পর তার মা তাকে বাড়িতে রেখে তার বাবাকে ডাকতে গেলে প্রায় আধা ঘন্টা দেরি হয় ,বাড়িতে এসে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে গোয়াল ঘরে ওড়না পিছিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।
প্রতিবেশী রমিজ উদ্দিন অবসরপ্রাপ্ত বিডিআর জানান – মাস তিনেক আগে তার একটি সন্তান পানিতে ডুবে মৃত্যুবরণ করার পর থেকেই সে মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে। এর পর থেকে সে নিজেই একাধিক বার পানিতে লাফ দিয়ে আত্নহত্যা করার চেষ্টাও করে। মানসিক ভারসাম্যহীনতার কারনেই এই আত্তহত্যার ঘটনাটি ঘটতে পারে ।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার জানান- এ ব্যাপারে রৌমারী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *