রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রৌমারীতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের সংঙ্গ প্রকল্পের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শাহাদৎ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ এলইও মাহমুদুন্নবী, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু,দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম,শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল,বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,যাদুরচর ইউপি চেয়ারম্যান শরবেশ আলী,চর শৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, এনজিও প্রতিনিধি নজরুল ইসলাম, সংঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহাবুর রহমান, টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী প্রমুখ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান সভায় জানান, সংঙ্গ প্রকল্পের আওতায় উপজেলার ৩টি ইউনিয়নে এবছর ১৫ জন কৃষককে উন্নত মানের ধান বীজ, ৭৫০০জন কে শাক- সবজি বীজ দেওয়া হয়েছে। নলকুপ স্থাপন করা হয়েছে ৩ টি, নলকুপের গোড়া পাকা করে দেওয়া হয়েছে ৬৫ টি। বিভিন্ন বিষয়ে ১৮৭ জনকে যুব প্রশিক্ষণ দেওয়া হয়েছে । এছাড়া ২৯০ পরিবারে উন্নত ল্যাট্রিন বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন