রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
লীজকৃত জমিতে মাছ ধরার মামলা করায় মৎস্যজীবী সমিতির নৌকা ও জাল লুট করেছে দুবৃত্তরা। এর আগেও প্রায় ২৫ মণ পোনা মাছ লুট করে তারা। বিষয়টি নিয়ে দফায় দফায় বিচার প্রার্থী হলেও কোন বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন পূর্বপাখীউড়া মৎস্যজীবী সমিতির লোকজন। এ ঘটনাটি ঘটে রৌমারী উপজেলার লাউবাড়ি এলাকায়।
উপজেলা ভুমি অফিস জানান, ১৪২৩ থেকে ১৪২৫ বাংলা সনের মোট ৩ বছরের জন্য লীজ নেয়া হয়। ওই সময়ের জন্য মোট ২২টি বিলের মধ্যে ১১টি বিল লীজ দেয়ার সিদ্ধান্ত হয়। “লাউবাড়ি সীমান্ত বিল” লীজ পায় পূর্বপাখীউড়া মৎস্যজীবী সমিতি।
সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, বিলটি লীজ নেয়ার পর থেকে বিলের আশপাশের নজরূল ইসলাম, হোসেন আলী, বক্তজামান, সাহাব উদ্দিন শাহজাহানসহ অনেকেই ওই লীগকৃত বিলের মাছ অবাধে ধরা শুরু করেন। বিষয়টি নিয়ে প্রথমে তাদের অনুরোধ করা হয়। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের জানানো হলেও তারা কোন প্রকার সুরাহা করতে ব্যর্থ হয়। পরে রৌমারী থানায় অভিযোগ দিলে পুলিশ নজরুল ইসলামকে আটক করে জেল হাজতে পাঠায়। ২-৩ দিন পর নজরুল জামিনে এসে লুটপাটের ঘটনাটি আরও বেড়ে যায়। এরই জের ধরে গত ২৪ সেপ্টেম্বর ওই বিলে থাকা একটি নৌকা, নৌকায় থাকা ১০ মন পাট, ১৪ হাত প্রসস্ত ৬০০ হাত একটি বেড় জাল ও ৪ মন ধান নৌকাসহ লুট করে। সম্প্রতি উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ এক অভিযোগের প্রেক্ষিতে ওই দুবৃত্তদের বিরুদ্ধে একটি প্রতিবেদনও দাখিল করেছেন। তারপরও দুস্কৃতিকারীরা যেন অটল।
বিষয়টি নিয়ে রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে। সর্বদিক বিবেচনা করে খুব তাড়াতাড়ি চার্জশিট দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মৎস্য কর্মকর্তার প্রতিবেদনটি আমি পেয়েছি। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।