কুড়িগ্রাম প্রতিনিধি

বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাউয়ার চর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় সুত্র জানা যায়, হৃদয় হোসেন বাড়ির পাশে পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। সে কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়র পঞ্চম শ্রণীর ছাত্র ছিল। হৃদয় হোসেন উপজলার দঁাতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে বলে জানা যায়।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, রৌমারী হাসপাতালে বিষধর সাপ কাটা রোগীর অবস্থা পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও ভ্যাকসিন না থাকায় প্রতিবছর চিকিৎসা অভাবে প্রাণ হারাচ্ছে অনকে, উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহের জন্য উর্দ্ধতন কর্তপক্ষের কাছ জোর দাবী জানাচ্ছি।

এবিষয়ে রৌমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষধর সাপে কেটেছিল এবং হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন