বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
১৪ ডিসেম্বর,২০১৯ ইং শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী দিঘির মোড় নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদুরচর ইউনিয়নে অভিযান চালিয়ে হয় বাইমমারী দিঘির মোড় নামক এলাকা থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেন। আটককৃত কাউসার হোসেন (১৯) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কসাইপ্ড়্ নিবাসী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।