রৌমারী ,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে দুই হাজার ছাব্বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নওদাপাড়াও চান্দারচর গ্রামে পৃথক অভিযান চালিয়ে ২০২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর গ্রামের মৃত আজিজুরের ছেলে শাহিনুর রহমান (৩৫), নওদাপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে দছির মিয়া ওরফে দছি (৩৮), নওদাপাড়া গ্রামের বীরবলের ছেলে ফারুক মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জনা যায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া ও চান্দারচর গ্রামে রৌমরী থানার ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই রুহুল আমিন, এসআই জিয়াউর রহমান জিয়া, এসআই তুহিন মিয়া, পিএসআই আশরাফ আলী, এএসআই মাহমুদারসহ ১৫ সদস্যে একটি দল অভিযান চালিয়ে ২ হাজার ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ওই তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ দিন থেকে সু-কৌশলে তিন একই সঙ্গে মাদক ব্যবসা করে আসছে। গোপন তথ্যে ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা ২০২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।