রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে মাদক ৩ মাদক সেবিকে আটক করেছে জামালপুর র্যাব-১৪।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ওই তিনজনকে আটক করে র্যাব।
আটককৃতরা হল সদর ইউনিয়নের নতুন বন্দর গ্রামের চাঁন মিয়ার ছেলে শেখ ফরিদ (২৪), একই গ্রামের লোকমানের ছেলে শাকিল আহমেদ (২৩), ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের জহরুল ইসলামের ছেলে শাওন হাসনাত (২৫)।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, র্যাব ১৪ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ,রৌমারী থানায় সোপর্দ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।