রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের শাখা হলহলিয়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে আবাদি জমি ও বসতভিটা ভাঙনের আতঙ্কে পড়েছে স্থানীয়রা। এবিষয়ে বিভিন্ন দপ্তরে জানানোর পরেও কোন লাভ হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। অপরদিকে প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা কারো কথা তোয়াক্কা না করে আরো বেপরোয়া হয়ে ওঠেছে।
১০ইজুন(বৃহস্পতিবার )অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘ দিন ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী চরগয়টা পাড়া গ্রামের পাশে অবস্থিত ব্রম্মপুত্রের শাখা হলহলিয়া নদী হতে অবৈধ ড্রেজার মেশিনের সাহায্যে গোলাম হোসেন (৩২) পিতা মৃত পরশ আলী, সুজন মিয়া (সুজা) (৪২) পিতা মৃত তাহেজ উদ্দিন তাদের বসত বাড়ি উচু করার জন্য বালু উত্তোলন করে আসছে। এতে ৩০/৩৫ ফিট গভির করে মাটি উত্তোলন করছে তারা।
এলাকাসির অভিযোগ, হলহলিয়া শাখা নদী শুধু গভীর গর্তই হচ্ছিল না, বর্ষা মৌসুমে নদীর গতিপথ পরিবর্তীত হয়ে নদীর পার ভেঙ্গে নদীগর্ভে বিলীনের হুমকির মুখে পরেছে জমি এবং বসতভিটার মালিকগণ । এছাড়াও জমির মালিক আমিনুল ইসলাম,বেলাল হোসেন,আজগর আলী আফতার হোসেন,সোনার আলী, অভিযোগ করে বলেন, ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ না করলে আমাদের আবাদি জমি ও বসতভিটা সব নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বাড়ি হতে ১০-১৫ ফিট দূরে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছে একটা ভারি বৃষ্টি হলেই বসতবাড়ী সব গর্তে পরে যাবে। মাটি ব্যবসায়ী ময়নাল, সুজন মিয়া (সুজা) বলেন, পূর্বে যেভাবে বালু উত্তোলণ করেছি সেভাবেই বালু তুলতে থাকবো কারো বাপের ক্ষমতা থাকলে যেন বন্ধ করতে আসে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলণকারি প্রতিটি ড্রেজার মালিককের বরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *