উচহ্লা মারমা
বান্দরবান জেলা প্রতিনিধি।

আজ মঙ্গলবার (৩ আগস্ট ২০২১খ্রী:) কোভিড-১৯ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠান এ উপলক্ষ্যে লামা কেন্দ্রীয় পৌর বাস স্টেশনে এক জনসভার আয়োজন করেন লামা পৌরসভা।

এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আজ লামায় বন্যা দুর্গত মাঝে দু’হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা ও ৯০ পরিবারকে দিচ্ছেন আড়াই হাজার করে নগদ টাকা এবং বেশ কিছু ঢেউ টিন বিতরণ করা হয়।

পৌর মেয়র-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম সভার সভাপতিত্ব করেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাননীয় বান্দরবান জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কুদ্দুস ফরাজী পিপিএম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, লামা উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল, পৌর মেয়র জহিরুল ইসলাম , জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজা রশিদ, এ এস পি লামা সার্কেল অফিসার জনাব রেজওয়ানুল হক , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলবৃন্দ এবং ৭নং ফাইতং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন কোম্পানি সহ উপজেলায় অন‍্যান‍্য ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রমুখ।

লামা পৌরসভা,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এবং সাম্প্রতিক আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র লামাবাসীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনু্যায়ী অসহায় দরিদ্র মানুষ যেনো করোনাকালে না খেয়ে থাকে এই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলার পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণের মাধ্যমে স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *