উচহ্লা মারমা
বান্দরবান প্রতিনিধি।
২৬ জানুয়ারি দুপুর ১.৩০ মিনিটের সময় পার্বত্য বান্দরবানের লামা উপজেলার অন্তর্গত চকরিয়া,লামা-আলীকদম সড়কে ইয়াংছা আর্মি ক্যাম্পের একটু আগে রয়েল সিমেন্ট বাহি একটি ট্রাক উল্টে একজন গুরুতর আহত হয়ছে।
আহতদের কে প্রথমে ইয়াংছা স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, পরবর্তীতে একজনের অবস্থা খারাপ দেখা গেলে তাকে লামা সরকারি হাসপাতালে রেফার করা হয়।
গাড়িতে ড্রাইভার আর হেলপার ছাড়া আর কেউ ছিলনা, ড্রাইভার হচ্ছে হেলপারের বাবা।
ড্রাইভারের সাথে কথা বলে জানা যায় চট্টগ্রাম থেকে রয়েল সিমেন্ট গুলো লামা নিয়ে যাওয়া হয়েছিল ।
সিমেন্ট গুলো হচ্ছে লামা আমান উল্লাহ কন্টাকটারের। অর্থাৎ বাজার সমিতির সভাপতি মোঃ আমান উল্লাহ।