নাটোর প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে টেন্ডারবিহীন বনবিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে আশরাফ আলী নামের এক আ’লীগ নেতার বিরুদ্ধে। রবিবার সকালে সরেজমিনে উপজেলার দুয়ারিয়া এলাকায় টেন্ডারবিহীন রাস্তার পাশে থাকা বনবিভাগের অনেকগুলো গাছ কাটতে দেখা যায়। এসময় কমপক্ষে ১৫-২০জন শ্রমিককে বড় বড় গাছ ও গাছের কমপক্ষে শতাধিক মোটা ডালগুলো কেটে নিতে দেখা যায়। কেউ তাড়াহুড়ো করে কাটছে আবার কেউ ভ্যান লোড করে নির্দিষ্ট এলাকায় নিয়ে যাচ্ছে। এসময় গাছ কাটার শ্রমিক তোতা, ইউসুফ,কৃত্তন সহ কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যেতে সমস্যা হয়। সেজন্য উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যানের কাছে রাস্তা পরিষ্কার করতে বলেছেন। তাই আশরাফ ভাই গাছগুলো কাটার জন্য আমাদের নিয়েছে। তাই আমরা বড় বড় গাছগুলো এবং ডালগুলো ছেটে দিচ্ছি। মহেশ্বর গ্রামের হাসান আলী ও আব্দুস সালাম বলেন, আমরাও তো বনবিভাগের অধীনে রাস্তার পাশে এসব গাছ লাগিয়েছি। কিন্তু আমরা তো গাছ কাটার কোন অনুমতি পেলামনা। তবে ওরা দুয়ারিয়া এলাকা ছেড়ে আমাদের এলাকায় ঢুকে আমাদের লাগানো গাছগুলোও কেটে নিয়ে যাচ্ছে। তবে বড় বড় গাছগুলোই কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে আ’লীগ নেতা আশরাফ আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু বলেন, সেখানে কোন গাছ কাটা হয়নি। ডালগুলো ছেটে দেওয়া হচ্ছে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। বিষয়টি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *