এস, কে সাহেদ,লালমনিরহাট প্রতিবিধিঃ
আইসিটি স্পেশাল কেয়ার কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জীবন গঠন ও তথ্য- প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, মতিয়ার রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আইসিটি স্পেশাল কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ খান রাজ। আইসিটি স্পেশাল কেয়ার এর পরিচালক সবুজ ইসলাম রাজ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ভর্তি কোচিং আইকন প্লাস এর শিক্ষক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী পারভেজ গাজী বিশ্ব বিদ্যালয় ভর্তি কোচিং আইকন প্লাস এর সাধারন জ্ঞান শিক্ষক জয়নাল আবেদীন। মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের প্রভাষক নুর হোসেন, আইসিটি প্রভাষক আজাহার উদ্দিন, লালমনিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোঃ মাহামুদুল হাসান তুষার।
অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষার্থী তারিক মাশিয়াত নেহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *