ওয়ালিউর রহমান রাজু,লালমনিরহাট :
লালমনিরহাটে উত্তরবঙ্গ প্রকল্পের উপকারভোগীদের সমস্যা সমাধান বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের (২য় পর্ব) এর আওতায় প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমস্যা সমাধান এবং মার্কেট ম্যাপিং বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত হয় । ১৯ ডিসেম্বর সকালে লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয় অধিদপ্তরের যুগ্ন সচিব ও পরিচালক (প্রশিক্ষণ) আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। জেলা প্রশাসক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ প্রকল্প পরিচালক (রংপুর) আব্দুর রেজ্জাক, সহকারী প্রকল্প পরিচালক প্রধান কার্যালয় আবুল বাসার, লালমনিরহাট বার্তার সম্পাদক এস এম শফিকুল ইসলাম কানু, সহকারী প্রকল্প পরিচালক (রংপুর) আব্দুর রউফ শাহ, লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম শিকদার,জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর মােস্তাক ই-হাবীব, যুব উন্নয় প্রশিক্ষন প্রাপ্ত সফল নারী উদ্যোক্তা ইয়াসমিন খানম প্রমূখ।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ উত্তরবঙ্গ প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন ।