লালমনিরহাট অফিস ॥
লালমনিরহাট শহরের ডায়াবেটিকস হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার জনতা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি মটর সাইকেলসহ রহিচ উদ্দিন (৫২) নামের এক মুনসিকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে আশার পূর্বেই গাঁজা বহনকারী উক্ত ব্যক্তিকে মটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে ৪ যুবক। পরে সদর থানার এসআই আসাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দিনব্যাপি অভিযান চালিয়ে ওইদিন ১৫ অক্টোবর বিকেলে মটর সাইকেলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রহিচ উদ্দিন কুলাঘাট ইউনিয়নের রতিনন্দন গ্রামের মৃত মোখছেদ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত মটরসাইকেল আরোহীর মটর সাইকেলের গতি দেখে সন্দেহ হলে তাকে থামানোর চেষ্টা করে স্থানীয় জনগন। কিন্তু চালক মটরসাইকেলের গতি আরো বাড়িয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে গেলে এলাকাসী তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে সদর থানার এস আই আসাদুল হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে ততক্ষনে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রহিচ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত মটর সাইকেল আরোহীকে ষ্টোর পাড়ার রুবেল, বঙ্গবন্ধু কলোনির মোহন ও কর্মাস কলেজ এলাকার ফরিদসহ ৪ যুবক পালিয়ে যেতে সহযোগিতা করে। পরবর্তীতে গাঁজার মালিক রহিচ উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। এই শর্তে সহযোগীতা কারীদেরকে মামলায় আসামী করেনি পুলিশ। এ ব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রহিচ উদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে এস আই আসাদুল হক বলেন, গাঁজা আটকের বিষয়ে কি ঘটনা জড়িয়ে আছে তা তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবেন। উল্লেখ্য, ডায়াবেটিকস হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার উত্তর পার্শ্বে মহল্লায় প্রতিদিন বিনা বাধায় প্রকাশ্যে গাঁজা বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *