লালমনিরহাট প্রতিনিধি
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি ওয়াকাথন বের হয়ে মিশনমোড় ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে ওই মিলনায়তনে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন নির্মলেন্দু রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক প্রমূখ। এসময় অন্যানের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বনায়ক হামিদুর রহমান, সবুজ মিয়া, অ্যাডভোকেট শামসুল হকসহ অনেকে আরো বক্তব্য রাখেন। পরে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৫০হাজার টাকার চেক প্রদান করেন ও শারিরীক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন ও ওয়াকেথনে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবার কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন ও শারিরীক প্রতিবন্ধীরাও গান ও নৃত্য পরিবেশন করেন।