লালমনিরহাট প্রতিনিধি :
দেশে দ্রব্যমুল্যের উদ্ধগতি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। বুধবার (২ মার্চ) সকালে লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন সংলগ্ন রেল শ্রমিকদল কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম মমিনুল হক, জেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান মিঠুল সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।