এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লালমনিরহাটে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বিকালে পৌরসভার সাপটানা চাঁদনি বাজার এলাকায় নির্মানাধীন ডিসি পার্কে বৃটিশ আমেরিকান টোব্যাকো লালমনিরহাটের সহযোগিতায় বৃক্ষরোপন উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। এসময় পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সমাজসেবক কবি ফেরদৌসী বেগম, এরিয়া লীফ ম্যানেজার সাইমুম ইসলাম, লীফ অফিসার নাইমুল ইসলাম ও সাধন বিশ্বাস, ব্যবসায়ী ঈদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃটিশ আমেরিকান টোব্যাকো
প্রায় ৯একর যায়গা জুড়ে অবস্থিত পার্কে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছেন। পৌর এলাকার অভ্যন্তরে কোলাহলমুক্ত, নিরিবিলি ও মনোরম পরিবেশে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ডিসি পার্ক। এগিয়ে চলছে জেলাবাসীর চিত্ত বিনোদনের জন্য নির্মিত ওই ডিসি পার্ক তৈরির কাজ। পার্কের সৌন্দর্য্য বর্ধনে নেয়া হয়েছে নানা উদ্যোগ।