ওয়ালিউর রহমান রাজু, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঋে প্রধানমন্ত্রীর ১শত১২টি ঘর উপহার।
আজ ২৩ জানুয়ারী সকালে সারাদেশে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর উদ্বোধনের পর পরই সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১শত১২টি পরিবারের মাঝে ঘরের ও জমির দলিল হাতে তুলে দেয়া হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
আলোচনা শেষে ১শত১২টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।