লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলা সদরের
মহেন্দ্রনগর ইউনিয়নের হক মার্কেটে এক ভয়াভয় অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে
ভস্মিভুত হয়েছে। আজ ২৩ নভেম্বর সোমবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডিস কন্ট্রোল রুমে সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয় সুত্র জানায়, সকাল ৬টায় বুড়ির বাজারস্থ হক মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এ আগুনের লেলিহান সিকা পুরো মার্কেট দাউদাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে এসে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করতে পারেনি। এই ভয়াভয় অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল পুরে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সাংবাদিকদের জানায়।
হক মার্কেটের সাগরিকা টেলিকম এর দোকান মালিক চঞ্চল বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পুরো মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, এই ব্যাবসা পুর্নউদ্ধার করতে আমার কোন সামর্থ নেই। আমরা সকলেই ব্যবসা করে সংসার চালানোর জন্য সরকারের নিকট আর্থিক সহযোগীতার আবেদন করছি। একই কথা বললেন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ী বানীসহ অন্যান্য দোকান মালিকরা। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেন জেলা প্রশাসক মো: আবু জাফর , সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মসিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান লিমন প্রমুখ। পরিদর্শনে এসে উপজেলা চেয়ারম্যান বলেন, খবর শোনার পরপরই আমরা ঘটনাস্থলে এসে জেলা প্রসাসকের সাথে আলোচনা করেছি যেসব দোকান মালিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে সহযোগীতা করার জন্য। জেলা প্রশাসক বলেন, এখানে বেশকিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সকল প্রকার আর্থিক সহযোগীতা করা হবে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, ডিস কন্ট্রোল রুমে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন