লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট-২ (আদিতমারী, কালীগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশি আওয়ামিলীগ নেতা সিরাজুল হক অবরোধ বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সিরাজুল হক-এঁর নেতৃত্বে শহরের মিশন মোড় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রায় শত কিলোমিটার শোভাযাত্রার সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে শান্তি ও উন্নয়ন পথসভা করা হয়।

শোভাযাত্রায় ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুর, মাহমুদ ওমর চিশতী, ইন্জিনিয়ার আবু তালেব সরকার, উপজেলা যুবলীগের সভাপতি নবীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
পথসভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বি‌ভিন্ন উন্নয়ন তুল ধরেন। এসময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজুল হককে আওয়ামী লীগের সংসদ সদস্যের মনোনয়ন দেয়ার দাবী তোলেন।
পথসভায় আওয়ামী লী‌গের মনোনয়ন প্রত‌্যাশী সিরাজুল হক বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব‌্যাপক উন্নয়ন করেছে। বড় বড় মেগা প্রক‌ল্পের কাজ বাস্তবায়ন করেছে। জনগণের জন‌্য প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন, লালমনিরহাটের শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে। এই নারকীয় হত্যাযজ্ঞ, নৃশংস হামলা ও অবরোধ প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। পরে শান্তি ও উন্নয়ন পথসভাটি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন