এস,ক,সাহেদ লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলার ঐতিহাসিক এমটি হোসেন ইন্সটিটিউট মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা মরহুম মুশফিক ও মরহুম শহিদুল ইসলাম একাদ্বশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাভেদ হোসেন বক্কর। এ টুর্ণামেন্টে ৬টি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় মরহুম মুশফিক দুই – শুন্য গোলে মরহুম শহিদুল ইসলাম একাদ্বশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ একাদ্বশকে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর সোহেল রানা, সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লবসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।